Logo

অপরাধ    >>   শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধে সাভার-আশুলিয়ায় সেনাবাহিনীর সক্রিয় উদ্যোগ

শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধে সাভার-আশুলিয়ায় সেনাবাহিনীর সক্রিয় উদ্যোগ

শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধে সাভার-আশুলিয়ায় সেনাবাহিনীর সক্রিয় উদ্যোগ

গত ৯ আগস্ট থেকে দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বাধীন ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স সক্রিয় ভূমিকা পালন করছে। এ পর্যন্ত এই টাস্কফোর্স সাভার-আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জে ১৩৬টি উদ্ধার অভিযান পরিচালনা করে এবং নাশকতা সৃষ্টির অভিযোগে ৩৩৫ জনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাস্কফোর্সের তৎপরতায় মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে ৭২৩টি সফল আলোচনা হয়েছে, যার মাধ্যমে ৫৬টি কারখানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মহাসড়কে স্থাপিত ১২৩টি রোড ব্লক অপসারণ করে যানবাহনের স্বাভাবিক চলাচল পুনঃস্থাপন করা হয়েছে।

এছাড়া, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্স শিল্পাঞ্চলগুলোর বকেয়া বেতন পরিশোধের বিষয়েও ব্যবস্থা গ্রহণ করেছে এবং মালিক, শ্রমিক ও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বৈঠক আয়োজন করেছে। শ্রমিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্থানে মাইকিংসহ প্রচার কার্যক্রম পরিচালনা করা হয়।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ২০ অক্টোবর অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়নবিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ (অব.) এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সাভার সেনানিবাসে অবস্থিত ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি টাস্কফোর্সের কার্যক্রম পরিদর্শন করেন। তাঁরা সেখানে বেশ কিছু কারখানার উৎপাদন কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সেনাবাহিনীর কার্যক্রমের প্রশংসা করেন।

দেশের অর্থনীতির স্থিতিশীলতা এবং উৎপাদনমুখী পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 





P.S 220 Winter concert

P.S 220 Winter concert